সম্পাদকীয়
কবিতার মোহ,কবিতার স্নেহ, বিবাগী মন -এই ঘোরে চলুন না আমরা কবিতাকে নতুন ভাবে দেখি।নতুন ভাবে সাজিয়ে তুলি "আল্পনার কবিতাকে"।
"আল্পনার কবিতার"আত্মপ্রকাশ করাটা ভুল কি'না জানিনা? এযাবৎ যারা আল্পনার কবিতাকে ভালোবাসা উপহার দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।তবে আত্মপ্রকাশের পর যা আত্মবিশ্বাস পেলাম,সেখান থেকেই বলা হয়ত এবারও পারবো।তাই "আল্পনার ফেসবুক পেজের" পরেই নতুন ভাবে ভাবা শুরু :"আল্পনার কবিতার ব্লগজিন"।খুব শীগ্রই আমরা সেখানেও বিরাজ করবো।শুধু সময়ের অপেক্ষা।
এ সব সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়।এরপরে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রস্তুতি দ্রুত শুরু হচ্ছে।
বিকাশ দাস(বিল্টু)
সম্পাদক ও প্রতিষ্ঠাতা
আল্পনার কবিতা
কবিতার মোহ,কবিতার স্নেহ, বিবাগী মন -এই ঘোরে চলুন না আমরা কবিতাকে নতুন ভাবে দেখি।নতুন ভাবে সাজিয়ে তুলি "আল্পনার কবিতাকে"।
"আল্পনার কবিতার"আত্মপ্রকাশ করাটা ভুল কি'না জানিনা? এযাবৎ যারা আল্পনার কবিতাকে ভালোবাসা উপহার দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।তবে আত্মপ্রকাশের পর যা আত্মবিশ্বাস পেলাম,সেখান থেকেই বলা হয়ত এবারও পারবো।তাই "আল্পনার ফেসবুক পেজের" পরেই নতুন ভাবে ভাবা শুরু :"আল্পনার কবিতার ব্লগজিন"।খুব শীগ্রই আমরা সেখানেও বিরাজ করবো।শুধু সময়ের অপেক্ষা।
এ সব সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়।এরপরে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রস্তুতি দ্রুত শুরু হচ্ছে।
বিকাশ দাস(বিল্টু)
সম্পাদক ও প্রতিষ্ঠাতা
আল্পনার কবিতা
শুভ কামনা রইলো
ReplyDeleteধন্যবাদ
Deleteখুব ভালো উদ্দ্যোগ
ReplyDeleteধন্যবাদ
Deleteশুভকামনা অফুরান, সাথে আছি সবসময়।
ReplyDeleteভালো হয়েছে দাদা।
ReplyDelete