Tuesday, 28 January 2020

কবি সন্তোষ সিংহ -এর কবিতা







কবি সন্তোষ সিংহ -এর কবিতা

রমণীমোহনের সঙ্গে আলাপ


' কী মাল বাগিয়েছ গুরু 'বন্ধুরা বলুক,নজর দিক,কিন্তু, রমণীমোহন,তুমি তো জানো,ও সব পরকীয়া- টরকীয়া কিচ্ছু না,ধর তক্তা মার পেরেকের ব্যাপারও না,ডি-কে-সি ফর্মুলারও না,
এই সব ক্রিপ্টোগ্রাফিকে বুড়ো  আঙুল দেখিয়ে মেয়েটা যখন ভাওয়াইয়া গেয়ে উঠতো,চারদিক কেমন পাগল-পাগল দুলে উঠতো, শুকনো পলাশ ডালে পাতা গজাতে থাকতো,মরা খাতে বান ডেকে  উঠতো,আর হেমলিনের বাঁশিতে মন্ত্রমুগ্ধ ছুটে -যাওয়া ইঁদুরের মতো তার সুরের এরেনা জুড়ে
হৃদকমলে ধুম লেগে যেতো আমার,রমণীমোহন,এতে আমার কি দোষ বলো,মেয়ে-পাচারকারী চুল্লুখোরদের দল যতই বিড়ির ধোঁয়ায় দু ঠোঁটে রিং
বানিয়ে আকাশে ছুড়ুক,দুর্বশ ইচ্ছাকে অবশ করে দিয়ে মেয়েটা যদি আমাকে আঁকড়ে ধরে কিছুকাল বেঁচে থাকতে চায়,তুমি বলো,রমণীমোহন,আমি কি না করতে পারি?

No comments:

Post a Comment

সম্পাদকীয়: