নির্জন পথ আর আমি
রাজীব মিত্র
সবকিছু ভুলে নিজেকে বেশ গুটিয়ে
রেখেছিলাম
রাতের আধার বিলিয়ে দিয়েছিলাম
নিজেকে
নির্জন পথ আর আমি
মাঝে আলতো ছোঁয়া
সব অনুভূতিই তো এক একটা ব্যর্থ কবিতা
ব্যর্থ কলমও এবার ছুটি চায়
মৃত অনুভূতি ঝরা পাতাদের ছেড়ে
তোমার গীতাঞ্জলি উপর
ঠিক ঝরে পড়বে
আলতো পরশ আবারও ছুড়ে ফেলবে
বেনামি কোনো আস্তাকুরে
No comments:
Post a Comment