Sunday, 2 February 2020


কবি পিনাকী বসু -এর কবিতা

দিনের শেষ রঙ

পিনাকী বসু

অলৌকিক সেই লাল রঙটা
যেন গিলে খেয়েছে সূর্যকে।
আশপাশের গাঢ় অন্ধকার,
ছড়িয়ে পড়েছে  কালোর দুঃসাহসে।
রহস্যের বেড়াজাল ডিঙিয়ে
মেঘের পোশাকে লেগেছে
চাঁদের আলো।
নদীর টলটলে জল
আর তার সবুজ পাড়,
মিলে মিশে,
সে এক নিবিড় সখ্যতা গড়ে তুলেছে।
একসাথে চলা,
একসাথে বিশ্রাম।
অনলস সময়টা
আকাশের নৌকায় চড়ে
জলরঙের পৃথিবীতে,
এঁকে চলেছে অবিরাম সুখের ছবি।
হলদেটে মাটিতেই তখন শুধু
মনখারাপ করা শ্যাওলার ভিড়।

               



কবি ঈদারুল ইসলাম -এর কবিতা
 



নদী তটে
ঈদারুল ইসলাম

উড়ন্ত পাখি দেখে খোলামেলা আকাশ'টায়
ইচ্ছেমতো তোমার কাছে উড়ে যেতে মন চায় !
ঠিকানা ঘেঁষে ওই বয়ে যাওয়া তন্বী নদীটা,
আর পাহাড়িয়া ঝর্ণার ছলাৎ ছলাৎ শব্দকথা।
উদাসী সুরে সুর মিলিয়ে সাথে রোদনভরা কথা
সহচারী হয়ে যায় সংসর্গী ক'রে বুকভরা ব্যথা।
চলো যাই দু'জনাতে নদীপথে ঝর্ণার সন্নিকটে
দিয়ে ফেলে ছুড়ে বেদনা যত মুছে অশ্রুপাতে !
পাহাড়ের কোল ঘেঁষে বেয়ে যাওয়া নদী তটে
হারাতে ইচ্ছে করে পাশে ব'সে তোমার সাথে !
প্রজাপতির দল এসে উড়ে উড়ে নাচবে শেষে
শুধু দু'জনাতে হাতে হাত ধ'রে থাকলে ব'সে !
পাখিদের কলতানে মুখরিত হয়ে এই প্রকৃতি
গেঁথে নেবে বক্ষে তোমারই ভালোবাসার স্মৃতি।।




কবি রুস্তম আলম রাব্বানি-এর  কবিতা


বিক্রি কবি
রুস্তম আলম রাব্বানি

পুঁজিবাদী কিনে নিয়েছে কলম,
কবিরা লিখছে না!
রবীন্দ্রনাথের নোবেল, ছিনিয়ে নিতে চাইনা!
তবুও, হাড়ে রক্ত ঢুকিয়ে চলছে লেখা!
চায়ের কাপে বন্দুকের আড্ডা,
জমে উঠে দেশপ্রেম!
কবিরা কলম বিক্রি করছে,,
পতিতার শরীরের মতো!











No comments:

Post a Comment

সম্পাদকীয়: