Sunday, 2 February 2020


কবি ঈদারুল ইসলাম -এর কবিতা


নদী তটে
ঈদারুল ইসলাম

উড়ন্ত পাখি দেখে খোলামেলা আকাশ'টায়
ইচ্ছেমতো তোমার কাছে উড়ে যেতে মন চায় !
ঠিকানা ঘেঁষে ওই বয়ে যাওয়া তন্বী নদীটা,
আর পাহাড়িয়া ঝর্ণার ছলাৎ ছলাৎ শব্দকথা।
উদাসী সুরে সুর মিলিয়ে সাথে রোদনভরা কথা
সহচারী হয়ে যায় সংসর্গী ক'রে বুকভরা ব্যথা।
চলো যাই দু'জনাতে নদীপথে ঝর্ণার সন্নিকটে
দিয়ে ফেলে ছুড়ে বেদনা যত মুছে অশ্রুপাতে !
পাহাড়ের কোল ঘেঁষে বেয়ে যাওয়া নদী তটে
হারাতে ইচ্ছে করে পাশে ব'সে তোমার সাথে !
প্রজাপতির দল এসে উড়ে উড়ে নাচবে শেষে
শুধু দু'জনাতে হাতে হাত ধ'রে থাকলে ব'সে !
পাখিদের কলতানে মুখরিত হয়ে এই প্রকৃতি
গেঁথে নেবে বক্ষে তোমারই ভালোবাসার স্মৃতি।

No comments:

Post a Comment

সম্পাদকীয়: