Sunday, 2 February 2020



কবি ভগীরথ দাস -এর কবিতা


ব্রহ্মপুত্র
ভগীরথ দাস

শুধুই নির্দেশ এক পুত্রের ওপর
চার যুগ অসম প্রদেশ হতে রক্ত ধুয়ে
পঞ্চম যুগে যেও কুশীলব, একান্ত ব্রহ্মার
হে শুভ্র কেশগুম্ফ মদগন্ধী আপনার অমিত পুত্রের হাতে পরিকর জননী জন্মভূমির শোণিত ধারা কর্তব্য আপনার

ব্রহ্মপুত্র ধীরে নয় প্রবলে
বহুমূল্য কৌপিন ঊষর দান করে
ন্যাংটো আসরবাসী
আজ কলিপুত্র সকল প্রদেশ!

No comments:

Post a Comment

সম্পাদকীয়: