Sunday, 1 March 2020

কবি মাধবী দাস-এর একটি কবিতা:




                    ঈশ্বরের কাছে চিঠি



চল্লিশ ছুঁয়ে ‌প্রদোষ কালে 
অতর্কিতে শীতবস্ত্র ছিঁড়ে যায়
দিশাহারা শীত জাপটে ধরে 
পুরোনো বন্ধুর মতো
চোখ ভরা জল নিয়ে হেসে উঠতে দেখে
তরুণ কবি পীযূষ 
গোয়াল পাড়ার মেয়েদের 
ধুলোপড়া দিয়ে সম্মোহিত
হওয়ার কথা শোনায় ভাওয়াইয়া সুরে
আমি গরুমারায় দাঁড়িয়ে পূর্বপুরুষের মৃত্যু কাহিনীকে লিপিবদ্ধ করি।
'আমাকে বাঁচতে দাও' বলে স্লোগান তুলছে পশুরা
পোস্টারে টাঙানো আছে 
গাড়িতেই কাটাপড়া দশটি পশুর শেষ ছবি
অথচ মাথা কাটা চা গাছেরা এসব 
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে 
দুঃখে হীনতায় ভুগছে না 
ওরা জানে বারবার কাটাপড়ার পরেও 
কেমন করে লৌকিক দেহে বেঁচে উঠতে হয়।
পীযূষ 'প্রেমে ডুইব্যা মরে' গানে 
সম্মোহিত হয় না এখন 

ভুল পথে গেলে যে গুগল ম্যাপ কেমন গোলকধাঁধা 
ঈশ্বরের কাছে চিঠি লেখা 
পাগল ছাড়া এ কথা 
কেই বলতে পারে বলো?

1 comment:

  1. বাহ, অন্যরকম, খুব ভালো লেখা।

    ReplyDelete

সম্পাদকীয়: