Tuesday, 31 March 2020


কবি অমর চক্রবর্তী-এর দুটি কবিতা:





লাভ ইন দ্য টাইম অফ করোনা-০১


এই দিন ভেবেছিলাম বিশ্বকে জনাবো আমার প্রেমের কথা
নতজানু আর ওষ্ঠ্যময় প্রপোজ
হাতে সমুদ্র পাহাড় প্রেমবর্ণ রোজ-

 সেদিনই কুটিরে অন্তরীণ সীতা
উঠোনে ঘোরাফেরা করছে মারীচ
বাহিরে বেরোতে দিয়ে যাচ্ছে শিস!

ত্যাগের পোশাকেও আমি নিশ্চিত
রাবন একুশ দিন কাছে আসবেনা

ভাগ্যিস!


লাভ ইন দ্য টাইম অফ করোনা-০২


আমি তোমাকেই ভালোবাসি অনিন্দিতা
চুমু খেতে চাই প্রানভরে
তোমাকে নিয়ে যাব আর্ট গ্যালারিতে
কবিতা-উৎসবে জীবনানন্দ সভাঘরে


তুমি কি চাও?
একটা লিস্ট বানাও
মেঘ বৃষ্টি চন্দ্র-সূর্য গোলাপ মিস্টি পান
যা চাইবে অনুরাগের একশ আট পদ্ম
কিম্বা করতলে মেহেন্দির গান।


যা চাইবে তাই এনে দেবো
আদর কিন্তু আজ না-
আজ আমি ঘর থেকে বেরোবো না-তুমিও না-
সামনে করোনা

অনেকদিন ভালবাসতে হবে অগ্নি আর ঘৃতের মতো
আজ তাই মানা!





No comments:

Post a Comment

সম্পাদকীয়: