Tuesday, 31 March 2020


কবি অমর চক্রবর্তী-এর দুটি কবিতা:





লাভ ইন দ্য টাইম অফ করোনা-০১


এই দিন ভেবেছিলাম বিশ্বকে জনাবো আমার প্রেমের কথা
নতজানু আর ওষ্ঠ্যময় প্রপোজ
হাতে সমুদ্র পাহাড় প্রেমবর্ণ রোজ-

 সেদিনই কুটিরে অন্তরীণ সীতা
উঠোনে ঘোরাফেরা করছে মারীচ
বাহিরে বেরোতে দিয়ে যাচ্ছে শিস!

ত্যাগের পোশাকেও আমি নিশ্চিত
রাবন একুশ দিন কাছে আসবেনা

ভাগ্যিস!


লাভ ইন দ্য টাইম অফ করোনা-০২


আমি তোমাকেই ভালোবাসি অনিন্দিতা
চুমু খেতে চাই প্রানভরে
তোমাকে নিয়ে যাব আর্ট গ্যালারিতে
কবিতা-উৎসবে জীবনানন্দ সভাঘরে


তুমি কি চাও?
একটা লিস্ট বানাও
মেঘ বৃষ্টি চন্দ্র-সূর্য গোলাপ মিস্টি পান
যা চাইবে অনুরাগের একশ আট পদ্ম
কিম্বা করতলে মেহেন্দির গান।


যা চাইবে তাই এনে দেবো
আদর কিন্তু আজ না-
আজ আমি ঘর থেকে বেরোবো না-তুমিও না-
সামনে করোনা

অনেকদিন ভালবাসতে হবে অগ্নি আর ঘৃতের মতো
আজ তাই মানা!





Sunday, 1 March 2020

কবি মাধবী দাস-এর একটি কবিতা:




                    ঈশ্বরের কাছে চিঠি



চল্লিশ ছুঁয়ে ‌প্রদোষ কালে 
অতর্কিতে শীতবস্ত্র ছিঁড়ে যায়
দিশাহারা শীত জাপটে ধরে 
পুরোনো বন্ধুর মতো
চোখ ভরা জল নিয়ে হেসে উঠতে দেখে
তরুণ কবি পীযূষ 
গোয়াল পাড়ার মেয়েদের 
ধুলোপড়া দিয়ে সম্মোহিত
হওয়ার কথা শোনায় ভাওয়াইয়া সুরে
আমি গরুমারায় দাঁড়িয়ে পূর্বপুরুষের মৃত্যু কাহিনীকে লিপিবদ্ধ করি।
'আমাকে বাঁচতে দাও' বলে স্লোগান তুলছে পশুরা
পোস্টারে টাঙানো আছে 
গাড়িতেই কাটাপড়া দশটি পশুর শেষ ছবি
অথচ মাথা কাটা চা গাছেরা এসব 
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে 
দুঃখে হীনতায় ভুগছে না 
ওরা জানে বারবার কাটাপড়ার পরেও 
কেমন করে লৌকিক দেহে বেঁচে উঠতে হয়।
পীযূষ 'প্রেমে ডুইব্যা মরে' গানে 
সম্মোহিত হয় না এখন 

ভুল পথে গেলে যে গুগল ম্যাপ কেমন গোলকধাঁধা 
ঈশ্বরের কাছে চিঠি লেখা 
পাগল ছাড়া এ কথা 
কেই বলতে পারে বলো?

সম্পাদকীয়: