Wednesday, 1 April 2020

স্বপ্ননীল রুদ্র-এর একটি কবিতা:





সিলেবাস

সিসৃক্ষু ছাত্রের মতো আমি তোমাকে মুখস্থ করি,
পাতা উল্টে উল্টে দেখি অনুচ্ছেদের কেয়ারি করা
ছোট চৌকো ফুল-ক্ষেত, সরু সবুজ লতার জরি
নাকের নথের মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাল ফুলে ভরা

অনুচ্ছেদের তলায় জমিটি বাঁকা, সবুজ ঢাল;
নিবিষ্ট কিছু পিঁপড়ে আর রঙিন পোকামাকড়
রুটমার্চ করে দূরে, শুকনো পাতার আড়ালে কাল
একলা বিকেল বেলায় চলে গেছে খুঁজে নিয়ে দোর

দ্বিধান্বিত ছাত্রের মতন মন দিই পুনঃপাঠে ;
ভাবি একই সিলেবাস থাকে যেন আগামী বছর---
মুখস্থ যাচাই করি, স্মরণযোগ্য স্মৃতিরা হাঁটে
পরীক্ষার দিকে হেঁটে যায় ফলের স্বপ্নে বিভোর

পঠিত বিষয় লিখি, না দেখে নিজেকে রাখছি টুকে
তোমার অক্ষর দিয়ে অন্ধের মতন লাঠি ঠুকে...

No comments:

Post a Comment

সম্পাদকীয়: