রিনা রানী দাস-এর একটি কবিতা:
ঘুষ
ল্যাম্পপোস্টের নিয়নে দুই মাতালের তর্কাতর্কি
সাদা জামার মাতাল, অন্যজন কালো পাঞ্জাবী
জামা, পাঞ্জাবী দু'টোই বিনয় কাকার খুব সখ
কখনও মনের দামে কোনোদিন পড়েনি বেভুলে
পেনশন ফাইল জমা...জামার পকেটে বহুদিন
আর, ছেলের চাকরী...পাঞ্জাবীর হাতালেই ঝুলে
মাতালের মাতলামি বেড়ে গেছে রাষ্ট্রের মোড়কে
জামা, পাঞ্জাবীর খোপে উদাস বৃদ্ধের লক্ষ্মীপুজো
পাঞ্জাবী চায় অগ্রীম। বন্দি ফাইল ছাড়ে না জামা
উপায় না পেয়ে ছোঁটে প্রান্ত বেলার বৃদ্ধ নাবিক
জামাকে বন্ধক রাখে পাঞ্জাবীর শুভ্র সাদা থানে
পুরোটা জীবন বেঁচে সোনার হরিণ নিলো কিনে
কালো আর সাদা যোগে ধূসর রঙের খেলা জমে
কে এঁকেছে মৃত্যু ভালো...দু'মাতাল করে তর্কাতর্ক
আমার কবিতাটি প্রকাশ করার জন্য অশেষ ধন্যবাদ।
ReplyDelete