খোকন বর্মন-এর একটি কবিতা:
অনিশ্চিত মৌসুমী
লকডাউনের দিনে বড়ো বড়ো স্বপ্ন দেখতে হয় না,
বহুদিন প্রিয় ঠোঁটটির সঙ্গে সম্পর্ক নেই।
এই শীতঘুমের পরে প্রেমিকাও খোসা ছাড়তে পারে ইউক্যালিপটাসের মতো।
গিরগিটির তুলনায় মৌসুমী বায়ুকে বেশি ভয় পাই,
ভয় পাই তোমার জীবনে আসা অনিশ্চিত ফাল্গুনকে।
আমরা কি কখনো প্রেমিক হতে পারব না?
পারব না আমরা কখনো প্রেমিক হতে!
হঠাৎ করেই সম্পর্কের মাঝে কালবৈশাখী বয়ে গেলে হবে না তোমার আমার প্রেমের পহেলা বৈশাখ।
No comments:
Post a Comment