Wednesday, 1 April 2020

                     

সুজন ডাকুয়ার কবিতা:







                       লক-ডাউন

                   
                             (১)
আজ বসন্ত কোথায় তবে ফাগুন দিনের রঙিন স্পর্শ
লক-ডাউনের চিত্র এখন থমকে আছে ভারতবর্ষ,
জীবন সুধা নিঙড়ে পড়ে খোলা বোতল আলগা ছিপি
বদ্ধ ঘরে কাব্য লিখি, মৃত্যুদিনের পান্ডুলিপি ৷
                              (২)
তোমরা কেমন ঘরবন্দী সব আমরা তবু হাঁটছি পথে
তোমরা খাবার মজুত করো আমরা বাঁচি কোনোমতে,
বড্ড এখন সন্দেহ হয় দু'দিন পরে বাঁচবো কিনা
আজকে থেকেই উপোস শুরু ইয়ে জিন্দেগী জিন্দেগী না ৷
                              (৩)
বিশ্ব জুড়ে আকাল এখন, নতুন সকাল গুনছে প্রহর
আমার গ্রামে জীবন বাঁচুক বাঁচুক তোমার প্রাণের শহর
মানবসমাজ যতই নিকট হচ্ছে দেখো মৃত্যু খাদের
ততই আওয়াজ হয় জোরালো সাম্যবাদের সাম্যবাদের ৷

No comments:

Post a Comment

সম্পাদকীয়: