Wednesday, 1 April 2020




সুজিত পাঠক-এর একটি কবিতা:



নির্লজ্জ

       
চেয়ে আছেন মহারাজ,
উদাস দৃষ্টিতে।
বীরত্বের জয়গান যার বধে
ঈশ্বরের সৃষ্টিতে।
সেই তৃষ্ণার্ত মহারাজ,
একটু জলের আশায়
পড়েছিলেন গাড্ডায় আজ।
বড্ড অসহায়।
উদ্ধত অহংকার,
যার শিরায় শিরায়,
অভিধানে নেই যার পরাজয়।
ঈশ্বরপ্রেরিত সুন্দর,
ডোরাকাটা পিঙ্গলদেহে,
পেশীবহুল রাজন্য পরিধানে,
বাধাহীন অরণ্যে।
শিকার বিনা যিনি
করেননি আহার অকারণে,
রাজকীয় বৈভব, তার
বনেদি আচরণে।
গাড্ডায় নিমজ্জিত
ঠায় ।
চেয়েছিলেন ঈশ্বরে
রাজ ব্যবহার পশুদের সমাজে।
পশুরা করেছিল অমর্যাদার
নির্লজ্জ নির্মম প্রকাশ।
এই দুর্দিনে তার আজ।
ভুলে গিয়েছিল ওরা,
তার শিকারের উচ্ছিষ্ট ভাগ
পরে থাকা ভাগাড়ে আসে।
বেঁচে থাকার রসদ
 গবাদির লাশে।
জোটবদ্ধ কপিরা নাচে উল্লাসে।

No comments:

Post a Comment

সম্পাদকীয়: