বিনীতা সরকার-এর একটি কবিতা:
মন-ময়ূর
তুমি ছুঁয়ে গেলে মন ময়ূর হয়ে যায়
আবেশে ঘিরে থাকে মন
মেলে দিই নীল ডানা আকাশে
তুমি ছুঁয়ে গেলে মন ময়ূর হয়ে যায়
আমি ঘুরে আসি জন্মান্তর
ভুলে যাই ঠিকানা নিমেষে
তুমি ছুঁয়ে গেলে মন ময়ূর হয়ে যায়
ফিরে পাই আপন বর্ষা ঋতু
রিম-ঝিম-ঝিম দিনমান
তুমি ছুঁয়ে গেলে, মন ময়ূর হয়ে যায়
মেঘ জমে আসে মন আকাশে
আমি ভিজে যাই অঝোর ধারায়
তুমি ছুঁয়ে গেলে মন ময়ূর হয়ে যায়
গল্পেরা ভিড় করে আসে
খুঁজে ফেরে অন্তমিল
মুগ্ধপাঠ
ReplyDelete