নবনীতা ভট্টাচার্য -এর একটি কবিতা:
কান্না
রোজ ঝুপকরে সন্ধ্যা নেমে আসে
প্রতিটা অন্ধকার যেন
এক একটি কাব্যমালা
যাকে ছুঁতে চাইলেও
ছুঁতে পারিনা আমি
দিন কাটছে অন্তরীন!
গোটা দেশে লকডাউন
আমি এখন গল্পের খনিতে
আস্তানা গেরেছি।
দূর থেকে মানসাইয়ের শব্দ ভেসে আসে ।
এ তো শব্দ নয় -কান্না!
কবে কারা যেন বস্তাবন্দী
লাশ ফেলে দিয়েছিল একদিন!
নানা একদিন নয় আরো আরো...
সব কেমন তালগোল পাকিয়ে যায়।
নাকি সেসব গল্প !
ঘোর লেগে আসে
কতগুলো রাজনৈতিক অন্ধকার
গল্পের খনিতে আটকে থাকে!
No comments:
Post a Comment