Thursday, 2 April 2020

অনুগল্প

অনুগল্প:

মতিবুল হক-এর একটি অনুগল্প:








                          সাফল্যের পথ 




মাগরিবের আযান হচ্ছে  --" হাইয়্যা আলাছ সালাহ, হাইয়্যা আলাল ফালাহ | বাইক থামালাম | পাশে ক্ষণিকালয় | মুখ্যমন্ত্রীর হাস্যমুখর ছবিখানা চোখে পড়লো |তাড়াতাড়ি  বাইক স্ট্যান্ড করলাম |নামাজের কাতারে দাঁড়াতে হবে | দৌড় লাগাবো এমন সময় একটা গোঙানি |থমকে গেলাম | আযান -গোঙানি --দুইয়ের দ্বৈরথে গোঙানির জয় | পাশে একটা টিনের বাক্স | ওতে হেলান দিয়ে আধমরা হয়ে শুয়ে আছে বছর এগারোর একটি বালক | বুঝলাম বাক্সটিতে রয়েছে ওর সাতরাজার ধন | গায়ে তালি লাগানো  ময়লা পাঞ্জাবী, মাথায় টুপি | কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম  " কাঁদছো কেন বাপু ?  "
        হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে উত্তর দিলো  " মাদ্রাসা ছুটি দিয়েছে পরশুদিন | কী একটা ভাইরাস  ! কী একটা অসুখ ! বাড়ি গিয়ে শুনি আব্বা ছোটমাকে নিয়ে নেপাল ভাটায় গেছে বাড়ির তালা বন্ধ | মাদ্রাসা বন্ধ | ফুপুর বাড়ি গেলাম, ঢুকতে দিলোনা  | বলে তোমার শরীরে ভাইরাস থাকতে পারে |পরশুদিন থেকে কিছু খাইনি, পকেটে পয়সা নেই | এখানেই পড়ে আছি দুই দিন থেকে |থাকবো কোথায় ? চাচা অসুখটা কি চলে গেছে ?  আজ কি মাদ্রাসা খুলবে ?  বড্ড ক্ষিদে পেয়েছে  ! "বাইকে তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম |
        মাগরিব পড়া হলোনা |  " হে পরওয়ারদেগার, আমায় ক্ষমা করে দিও ! " হাইয়্যা আলাছ সালাহ ,  হাইয়্যা আলাল ফালাহ ---কোনটা সাফল্যের পথ আজও বুঝতে পারলাম না  | কোনটা নেক কর্মের পথ --জানিনা | তুমি তো বলেছো ক্ষুধাতুরকে অন্ন না দিয়ে কখনো খাবেনা  !!!!

No comments:

Post a Comment

সম্পাদকীয়: