Tuesday, 28 January 2020

রাজীব মিত্র -এর কবিতা




নির্জন পথ আর আমি
রাজীব মিত্র


সবকিছু ভুলে নিজেকে বেশ গুটিয়ে     
                                                রেখেছিলাম
রাতের আধার বিলিয়ে দিয়েছিলাম
                                                নিজেকে

নির্জন পথ আর আমি

মাঝে  আলতো ছোঁয়া
সব অনুভূতিই তো এক একটা ব্যর্থ কবিতা


ব্যর্থ কলমও এবার ছুটি চায়
মৃত অনুভূতি ঝরা পাতাদের ছেড়ে
তোমার গীতাঞ্জলি উপর
                                ঠিক ঝরে পড়বে

আলতো পরশ আবারও ছুড়ে ফেলবে
বেনামি কোনো আস্তাকুরে

কবি সন্তোষ সিংহ -এর কবিতা







কবি সন্তোষ সিংহ -এর কবিতা

রমণীমোহনের সঙ্গে আলাপ


' কী মাল বাগিয়েছ গুরু 'বন্ধুরা বলুক,নজর দিক,কিন্তু, রমণীমোহন,তুমি তো জানো,ও সব পরকীয়া- টরকীয়া কিচ্ছু না,ধর তক্তা মার পেরেকের ব্যাপারও না,ডি-কে-সি ফর্মুলারও না,
এই সব ক্রিপ্টোগ্রাফিকে বুড়ো  আঙুল দেখিয়ে মেয়েটা যখন ভাওয়াইয়া গেয়ে উঠতো,চারদিক কেমন পাগল-পাগল দুলে উঠতো, শুকনো পলাশ ডালে পাতা গজাতে থাকতো,মরা খাতে বান ডেকে  উঠতো,আর হেমলিনের বাঁশিতে মন্ত্রমুগ্ধ ছুটে -যাওয়া ইঁদুরের মতো তার সুরের এরেনা জুড়ে
হৃদকমলে ধুম লেগে যেতো আমার,রমণীমোহন,এতে আমার কি দোষ বলো,মেয়ে-পাচারকারী চুল্লুখোরদের দল যতই বিড়ির ধোঁয়ায় দু ঠোঁটে রিং
বানিয়ে আকাশে ছুড়ুক,দুর্বশ ইচ্ছাকে অবশ করে দিয়ে মেয়েটা যদি আমাকে আঁকড়ে ধরে কিছুকাল বেঁচে থাকতে চায়,তুমি বলো,রমণীমোহন,আমি কি না করতে পারি?

Monday, 27 January 2020

কবিতা

কবি বিকাশ দাস (বিল্টু)



তোমার প্রেমে
বিকাশ দাস(বিল্টু)





রূপসী লাবন্যময়ী তুমি
বিভোর তোমার ছায়া ভরা মায়াতে
                                                 :বনানী

পারিনি ফেরাতে প্রেম আঁখিদ্বয়
তাই অপলকে চেয়ে থাকা....
                   
একটা চোরা স্রোতে ডুবে যাওয়া

আত্মপ্রকাশ সংখ্যা

সম্পাদকীয়

 সম্পাদকীয়

কবিতার মোহ,কবিতার স্নেহ, বিবাগী মন -এই ঘোরে চলুন না আমরা কবিতাকে নতুন ভাবে দেখি।নতুন ভাবে সাজিয়ে তুলি "আল্পনার কবিতাকে"।

   "আল্পনার কবিতার"আত্মপ্রকাশ করাটা ভুল কি'না জানিনা? এযাবৎ যারা আল্পনার কবিতাকে ভালোবাসা উপহার দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।তবে আত্মপ্রকাশের পর যা আত্মবিশ্বাস পেলাম,সেখান থেকেই বলা হয়ত এবারও পারবো।তাই "আল্পনার ফেসবুক পেজের" পরেই নতুন ভাবে ভাবা শুরু :"আল্পনার কবিতার ব্লগজিন"।খুব শীগ্রই আমরা সেখানেও বিরাজ করবো।শুধু সময়ের অপেক্ষা।

     এ সব সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়।এরপরে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রস্তুতি দ্রুত শুরু হচ্ছে।

                       বিকাশ দাস(বিল্টু)
                    সম্পাদক ও প্রতিষ্ঠাতা
                     আল্পনার কবিতা

আল্পনার কবিতা ব্লগ পেজে স্বাগত






আল্পনার কবিতা ব্লগ পেজে স্বাগত

সম্পাদকীয়: