কবি সন্তোষ সিংহ -এর কবিতা
রমণীমোহনের সঙ্গে আলাপ
' কী মাল বাগিয়েছ গুরু 'বন্ধুরা বলুক,নজর দিক,কিন্তু, রমণীমোহন,তুমি তো জানো,ও সব পরকীয়া- টরকীয়া কিচ্ছু না,ধর তক্তা মার পেরেকের ব্যাপারও না,ডি-কে-সি ফর্মুলারও না,
এই সব ক্রিপ্টোগ্রাফিকে বুড়ো আঙুল দেখিয়ে মেয়েটা যখন ভাওয়াইয়া গেয়ে উঠতো,চারদিক কেমন পাগল-পাগল দুলে উঠতো, শুকনো পলাশ ডালে পাতা গজাতে থাকতো,মরা খাতে বান ডেকে উঠতো,আর হেমলিনের বাঁশিতে মন্ত্রমুগ্ধ ছুটে -যাওয়া ইঁদুরের মতো তার সুরের এরেনা জুড়ে
হৃদকমলে ধুম লেগে যেতো আমার,রমণীমোহন,এতে আমার কি দোষ বলো,মেয়ে-পাচারকারী চুল্লুখোরদের দল যতই বিড়ির ধোঁয়ায় দু ঠোঁটে রিং
বানিয়ে আকাশে ছুড়ুক,দুর্বশ ইচ্ছাকে অবশ করে দিয়ে মেয়েটা যদি আমাকে আঁকড়ে ধরে কিছুকাল বেঁচে থাকতে চায়,তুমি বলো,রমণীমোহন,আমি কি না করতে পারি?